বাড্ডার ইউলুপ খুলছে আজ

 বাড্ডার ইউলুপ খুলছে আজ


অনলাইন ডেস্কঃ চালু হতে যাচ্ছে রাজধানীর মেরুল বাড্ডার ইউলুপটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার ইউলুপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রাজউকের প্রকল্প পরিচালক (হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প) জামাল আখতার ভূঁইয়া।

এ ব্যাপারে তিনি বলেন, "এটি উদ্বোধনের সব প্রস্তুতি শেষ হয়েছে। কাল এ ইউলুপ চালু হবে। বিকাল ৫টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। এ জন্য আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।"

এদিকে প্রকল্প সংশ্লিষ্টরা আশা করছেন, বাড্ডার ইউলুপটি চালু হলে হাতিরঝিল থেকে রামপুরা, বনশ্রীগামী যানবাহন সহজেই ঘুরতে পারবে। প্রগতি সরণির বাড্ডা এবং রামপুরা এলাকার যানজট অনেকটাই কমবে।

জানা গেছে,  রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ ইঞ্জিনিয়ারিং শাখা। নির্মাণকাজের দায়িত্বে ছিল স্পেকট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
এই ইউলুপটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০ কোটি টাকা।

Post a Comment

Previous Post Next Post