মা হচ্ছেন বিদ্যা বালান?

মা হচ্ছেন বিদ্যা বালান?


অনলাইন ডেস্কঃ বলিউড অভিনেত্রী ও প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুরের স্ত্রী বিদ্যা বালান মা হতে যাচ্ছেন। শনিবার ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বিদ্যা বালাদের প্রেগনেন্সির খবর প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি এক প্রযোজকের পার্টিতে তার উপস্থিতির ছবি দেখে বিদ্যা বালানের অন্তঃসত্ত্বা হওয়ার গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়। স্বামী সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে প্রযোজক রনি স্ক্রুওয়ালার পার্টিতে গিয়ে ছবিতে পোজ দিয়েছিলেন বিদ্যা। অন্যান্য অনেক বলিউড তারকারাও ওই পার্টিতে উপস্থিত ছিলেন।

ওই পার্টির প্রকাশিত বেশ কিছু ছবিতে বিদ্যাকে দেখে প্রেগনেন্ট মনে হচ্ছে। বিদ্যার পোশাকের ব্যবহার, হাটার ধরনে প্রেগনেন্সির গুজবকে অনেকে সত্যি বলে মনে করছেন।

অবশ্য বিদ্যা কিংবা তার স্বামী সিদ্ধার্থ কেউ এ বিষয়ে মুখ খোলেন নি।

Post a Comment

Previous Post Next Post