পাহাড়ধস রোধে ডিসিদের সহায়তা চাইলেন পরিবেশমন্ত্রী

পাহাড়ধস রোধে ডিসিদের সহায়তা চাইলেন পরিবেশমন্ত্রী


অনলাইন ডেস্কঃ পাহাড়ধস রোধ ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সহায়তা চাইলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কার্য-অধিবেশনে এ সহায়তা চান মন্ত্রী। 

অধিবেশন শেষে মন্ত্রী বলেন, পাহাড় কাটা, বনের জমি লিজ নেয়া, বনভূমির অবৈধ দখল, নদী দখল, নদী দূষণ নিয়ে ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা কিভাবে এগুলোর সঙ্গে সম্পৃক্ত হতে পারে সেটা নিয়ে আলোচনা হয়েছে।

মন্ত্রী বলেন, বান্দরবানের পাহাড় ধস নিয়ে কথা হয়েছে। পাহাড় ধসে মারা যাওয়ার মূল কারণ হচ্ছে- গাছগুলো আমরা কেটে ফেলেছি, অবৈধ স্থাপনাগুলো। অন্যান্য জায়গায় পাহাড়গুলো পাথুরে থাকে, কিন্তু আমাদের এখানে মূলত বালুমাটি। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে না পারলে এই প্রবলেমটা থেকে যাবে। ৫ হাজার একর বন ধ্বংস হওয়ায় সেখানের পরিবেশ সংকটাপন্ন। ডিসিরা এজন্য পুনরায় বনায়নের কথা বলেছেন। 

উল্লেখ্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে জেলা প্রশাসকদের এ কার্য অধিবেশন হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এতে সভাপতিত্ব করেন।

Post a Comment

Previous Post Next Post