ফিলিস্তিনিদের ত্রাণের নৌকা আটকে দিল ইসরাইল

ফিলিস্তিনিদের ত্রাণের নৌকা আটকে দিল ইসরাইল


অনলাইন ডেস্কঃ অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের জন্য পাঠানো ত্রাণবোঝাই একটি নৌকা আটকে দিয়েছে ইসরাইল।

আওদা নামে ত্রাণবাহী ওই নৌকাটি স্থানীয় সময় রোববার দুপুরে গাজা বন্দরে ভেড়ার কথা ছিল। কিন্তু ২৩ ত্রাণকর্মীসহ নৌকাটি আটক করে ইসরাইলের আশদোদ বন্দরে নিয়ে যান দখলদার দেশটির নৌসেনারা। খবর আলজাজিরার।

ইতালির পালেরমো উপকূল থেকে সপ্তাহখানেক আগে ইসরাইলিসহ ১৬ দেশের ত্রাণকর্মীরা নৌকাটিতে করে গাজা বন্দরের উদ্দেশে যাত্রা করেন। নৌকাটিতে প্রায় ১৫ হাজার মার্কিন ডলারের জরুরি চিকিৎসা সরঞ্জাম ছিল বলে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post