মাকড়সার উৎপাত থেকে বাঁচতে করণীয়


অনলাইন ডেস্কঃ ঘরের আনাচে কানাছে ঝুলছে মাকড়সার জাল! মাকড়সার উৎপাতে আপনি বিরক্ত। আপনাকে বলছি এমন উপায় আছে, যার জন্য মাকড়সা আপনার ঘরের ধারে কাছেও ঘেঁষবে না।

জেনে নিন মাকড়সার উৎপাত থেকে বাঁচতে কি করবেন;

প্রথমে ১ কাপ সাদা ভিনেগার আর ১ কাপ পানি ভাল করে মিশিয়ে নিন। এরপর সেই মিশ্রণ পানি ঘরের আনাচে কানাচে স্প্রে করুন। বিশেষ করে সেই সব কোনায় স্প্রে করুন যেখানে মাকড়সা বেশি দেখা যায়।

ভিনেগারের মধ্যে রয়েছে অ্যাসিটিক এসিড যার গন্ধ পেলেই মাকড়সা আর আপনার ঘরের আশেপাশেও ঘেঁষবে না।

Post a Comment

Previous Post Next Post