কমলগঞ্জ প্রতিনিধি: নারীর উন্নয়ন ও ক্ষমতায়নসহ দরিদ্র ও অসহায় নারী সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ সমাজসেবায় গঠনমূলক ভূমিকা রাখার জন্য প্রশাসন পদকের জন্য চুড়ান্ত ভাবে মনোনীত হলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।
২৩ জুলাই ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মাহমুদুল হকের হাতে এই পদক তুলে দিবেন বলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিশ্চিত করেছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, প্রথমে আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের সিলেট বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সহযোগীতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। অন্যান্য সকল কাজে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
এ সংবাদে কমলগঞ্জের সুধীমহল নানা ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অভিনন্দন জানান।উল্লেখ্য - কয়েক বছর আগে উক্ত নির্বাহী কর্মকর্তা অনাবাদী জমি চাষাবাদে বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে তিনি নির্বাচিত হন।