বিয়ে করলেন অভিনেত্রী সামিয়া


বিনোদন ডেস্কঃ বিয়ে করেছেন অভিনেত্রী সামিয়া সাইদ। বর সাফাত চৌধুরী। চলতি বছরের মার্চের ১৮ তারিখে তাদের আংটি বদল হয়। এর পর এপ্রিলের ১৮ তারিখে আকদ সম্পন্ন হলেও আনুষ্ঠানিকতা বাকি ছিল।

মঙ্গলবার রাজধানীর ফ্যালকন হলে সাফাত-সামিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় উভয়পক্ষের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সামিয়া বর্তমানে পড়ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। আর এই বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েই পরিচয় হয় সাফাত চৌধুরীর সঙ্গে। বন্ধুত্ব থেকে প্রণয়, এখন তাঁর স্ত্রী সামিয়া। 

বিয়ে প্রসঙ্গে সামিয়া বলেন, সাফাত আসলে আমার বন্ধুদের বন্ধু ছিল। পরে আমার বন্ধু হয়। সে পড়ত বিবিএতে। সাফাত আমাকে প্রস্তাব দেওয়ার এক মাসের মধ্যে আকদ হয়ে যায় আমাদের।’

২০১২ সালে চ্যানেল আই-লাক্স সুপারস্টারের মুকুট মাথায় ওঠে সামিয়া সাঈদের। এরপর ছোট পর্দায় অভিনয়ে ছিলেন নিয়মিত, করেছেন মডেলিং। ছয় বছর পর কমলা রকেট ছবিতে অভিনয়ের মাধ্যমে নামের সঙ্গে যুক্ত হয় চিত্রনায়িকার তকমা।

Post a Comment

Previous Post Next Post