মিয়ানমারে ভারী বৃষ্টিপাত, ১৬ হাজার মানুষ আশ্রয়হীন


অনলাইন ডেস্কঃ মিয়ানমারে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ১৬ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের পূর্বাঞ্চলের কায়িন রাজ্যে গত সপ্তাহের শেষ দিক থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মিয়ানমারের ওই এলাকা থাইল্যান্ডের সীমান্তে অবস্থিত। সেখানকার বেশিরভাগ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। ওই এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

বর্তমানে হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। পানি নেমে না যাওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন।

জাপান, ফিলিপাইনসহ এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বর্ষাকালে ব্যাপক বৃষ্টিপাত হয়। মিয়ানমারের কায়িন রাজ্যেও প্রচুর বৃষ্টিপাত হয়। এর আগেও বহুবার ওই এলাকার মানুষ বন্যার কবলে পড়েছে।

সেখানকার বাসিন্দারা জানান, প্রতিবছর বন্যার কবলে পড়ার কারণে তাদের জীবন একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে।

Post a Comment

Previous Post Next Post