ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই লক্ষ্য : ইমরান খান


অনলাইন ডেস্কঃ ভারত এক কদম এগোলে, আমরা দু’কদম এগিয়ে যাব। আমাকে বলিউডের হিন্দি ফিল্মের ভিলেনের মতো বানিয়ে দেওয়া হয়েছিল। এবার সেটার অবসান ঘটাতে চাই। আমরা বন্ধুত্ব চাই। আলোচনার মাধ্যমেই কাশ্মীর সমস্যার সমাধান করতে চাই বলে মন্তব্য করেছেন পিটিআই প্রধান ইমরান খান।
আজ পাকিস্তানের ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
একইসঙ্গে সাবেক পাক অধিনায়ক বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই নতুন সরকারের লক্ষ্য হবে। পাকিস্তান নিয়ে তিনি বলেন, নতুন সরকার হবে সাধারণ মানুষের সরকার। শ্রমজীবী মানুষের সরকার।

Post a Comment

Previous Post Next Post