১৮ রানে অলআউট!


স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট এক অর্থে ব্যাটসম্যানদের খেলা। কিন্তু ইংলিশ ক্রিকেট লিগে যখন কোনো দল মাত্র ১৮ রানে আউট হয়ে যায়, তখন বলতেই হয়, বোলারদেরও খেলা এটি।

শেফার্ড নিয়ামে কেন্ট ক্রিকেট লিগে খেলা ছিল বেক্সলে সিসির সঙ্গে বেকেনহ্যাম সিসির। ম্যাচে বেকেনহ্যাম সিসি মাত্র ১৮ রানে অলআউট ১১.২ ওভারে। ৪৯ মিনিটেই শেষ হয়ে যায় বেকেনহ্যামের ইনিংস। সেই রান মাত্র ১২ মিনিটেই তুলে নিল বেক্সলে। ১০ উইকেটে জয়।

স্কটল্যান্ডের হয়ে ৫৭টি একদিনের ম্যাচ খেলা ক্যালাম ম্যাকলয়েড ভাঙলেন বেকেনহ্যামকে। ছয় উইকেট নিলেন মাত্র পাঁচ রানের বিনিময়ে। ক্লাবের ১৫২ বছরের ইতিহাসে এটাই বেকেনহ্যামের সর্বনিম্ন স্কোর।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বেকেনহ্যাম। তাদের পাঁচজন ব্যাটসম্যান শূন্য রানে আউট হন। তিনজন সর্বোচ্চ চার রান করেন। বেক্সলের ম্যাকলয়েডের ছয় উইকেটের পাশাপাশি চার উইকেট পান জেসন বেন। মাত্র ১২ রানের বিনিময়ে। বেক্সলে একটিও অতিরিক্ত রান দেয়নি।

টার্গেট তারা করতে নেমে মাত্র ৩.৩ ওভারে জয়ের রান তুলে নেয় বেক্সলে। 

Post a Comment

Previous Post Next Post