৪১ বার ভোটে হেরেও ক্লান্তি নেই তার!


অনলাইন ডেস্কঃ রাজনীতির মাঠে শেষ বলে কিছু নেই। সে কথা আবারও প্রমাণ করলেন পাকিস্তানের নির্বাচনে ৪১ বার অংশ নেয়া নবাব আম্বের শাহজাদা। 

চোখে সানগ্লাস, গলায় লাল রঙের স্কার্ফ, মাথায় অদ্ভুত দর্শন টুপি। এটাই তার সিগনেচার স্টাইল। দলের নাম 'আপ জনাব সরকার পার্টি'। রাজনীতির ময়দানে তাকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে। তবে কখনও জিততে দেখা যায়নি। বারবার হেরেও কোনও ক্লান্তি নেই তার।

রাত পোহালেই ভোট পাকিস্তানে। জেলে রয়েছেন নওয়াজ শরিফ। আর চুটিয়ে প্রচার চালাচ্ছেন ইমরান খান। কে হবেন পাকিস্তানের নতু প্রধানমন্ত্রী, সেদিকে চোখ রয়েছে সবার। তবে এর মধ্যেই রয়েছেন বেশ কয়েকজন মজাদার প্রার্থী। তার মধ্যে অন্যতম আম্বের শাহজাদা।

গত ৩২ বছরে অন্তত ৪১টা নির্বাচনে লড়েছেন এই আম্বের শাহজাদা। কোনটাতেই জেতেননি। ১৯৯০ সালে তিনি পাকিস্তানিদের কাছে ভোট চাওয়ার সময় বলতে শুরু করেছিলেন যে, জিতলে তিনি নাকি চাঁদে জমি পাইয়ে দেবেন। সে সময় তাকে রেজিস্ট্রেশন দিতে অস্বীকার করিছিল নির্বাচন কমিশন। ২০১৩ সালে তিনি পেয়ছিলেন মাত্র সাতটি ভোট। কিন্তু তাতে কার কী? তিনি লড়ে যাচ্ছেন। দমেননি এতটুকুও।

সবাই যখন দুর্নীতি দমন করার প্রতিশ্রুতি দিচ্ছে, তিনি চাইছেন দুর্নীতিকে বৈধ করতে। তার ভাষায় 'Need-based corruption', অর্থাৎ তার মতে কখনও কখনও দুর্নীতিরও প্রয়োজন আছে। যারা ক্ষমতায় আসে তারা পুরো মাত্রায় দুর্নীতি করে, আর শাহজাদা চাইছেন 'সেমি-করাপশন'।

এসব বলে কী আনন্দ পান তিনি? শাহজাদা বলেন, রাজনীতিবিদরা তো আমাদের বোকা বানাচ্ছে। সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। আমি মজা করে মানুষকে সতর্ক করতে চাইছি।

Post a Comment

Previous Post Next Post