সিসিক নির্বাচন; কামরানের ৩৩ দফা নির্বাচনী ইশতেহার

সিসিক নির্বাচন; কামরানের ৩৩ দফা নির্বাচনী ইশতেহার

নিউজ ডেস্কঃ আসন্ন সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে নির্বাচিত হলে সিলেট নগরীর জন্য কি কি করবেন তা প্রকাশ করে ৩৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। এসময় তিনি কান্নাভেজা কণ্ঠে শেষ বারের মতো সিলেটবাসীর কাছে ভোট চাইলেন। 

আজ বুধবার বেলা ১টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ কামরানের প্রধান নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন তিনি।

ইশতেহার ঘোষণা শেষে আবেগঘন কণ্ঠে কামরান বলেন, সিটি করপোরেশনে এটিই আমার শেষ নির্বাচন। আমি আগামীতে নির্বাচন করবো না। তাই আমি শেষবারের মতো মতো এই নগরীর মানুষের কাছে ভোট প্রার্থনা করছি। আগামী পাঁচবছর যদি সুযোগ পাই তবে জীবনের পড়ন্তবেলায় এসে নগরবাসীর খেদমত করতে চাই।

কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, আগামী ৫ বছর হয়তো আমি নাও বাঁচতে পারি। এই নগরীর মানুষ আমাকে অনেক কিছুই দিয়েছেন। এই ঋণ আমি শোধ করতে চাই।

নির্বাচিত হলে সিলেটবাসীর ভালোবাসার সর্বোচ্চ প্রতিদানের দেওয়ার চেষ্টা করবেন বলেও ঘোষণা দেন কামরান। 

সময় সকলের নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন কামরান। তিনি বলেন, নৌকা বিজয়ী হলে সিলেট নগরে উন্নয়নের জোয়ার বইবে। 

নির্বাচনী ইশতেহার পাঠের সময় কামরানের সাথে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও আহমদ হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমানসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post