সিলেটে আওয়ামী লীগ ধরাশায়ী



স্টাফ রিপোর্টারঃ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১৩২ টি কেন্দ্রের ফলাফলে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী ৪,৬২৬ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান পেয়েছেন মোট ৮৫৮৭০ ভোট। অপরদিকে আরিফুল হক চৌধুরীর ধানের শীষ পেয়েছে ৯০,৪৯৬ ভোট। দুইটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত রয়েছে।ওই দুই কেন্দ্রের মোট ভোট ৪,৭৮৭। বর্তমান ভোটের ফলাফল অনুযায়ী আবারো আরিফুল হক চৌধুরী সিলেটের মেয়র নির্বাচিত হলেন। ১১৬ টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে তুমুল প্রতিযোগিতা লক্ষ করা যায়। অন্য দুই সিটিতে আওয়ামী লীগ প্রার্থী জয় পেলেও সিলেটে ধরাশায়ী হয় দলটি। সিলেট সিটি করপোরেশন নির্বাচন সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়। কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও শান্তিপূর্ণ ভাবে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলে ভোটগ্রহন। সিলেট এবার মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। পুরুষ ১ লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫০ হাজার ২৮৮ জন। ভোটকেন্দ্র ১৩৪টি ও ভোট কক্ষ ৯২৬টি। এই সিটিতে মেয়র পদে অংশগ্রহণ করেছেন মোট ৭ জন।

Post a Comment

Previous Post Next Post