আবার ফিরছে অক্ষয়-কারিনা জুটি


বিনোদন ডেস্কঃ অক্ষয় কুমার ও কারিনা কাপুর বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় জুটি। এতরাজ, তাশান, কমবখত ইশক, গাব্বার ইজ ব্যাক এর মতো বেশকয়টি ব্যবসা সফল ছবি বলিউডে উপহার দিয়েছে এই জুটি। ফের পর্দায় একসঙ্গে হাজির হচ্ছেন অক্ষয়-কারিনা।

করন জোহরের পরবর্তী সিনেমাতে দেখা যাবে এ জুটিকে। চলতি বছরের শেষ দিকে এর শুটিং শুরু হবে।

এর আগে কারিনার বিপরীতে সিদ্ধার্থ মালহোত্রাকে নিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু পর্দায় অক্ষয়-কারিনা জুটির জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত পরিবর্তন করেন তারা। অক্ষয়-কারিনা ছাড়াও এ সিনেমায় আরো একটি জুটিকে দেখা যাবে। শ্রীদেবী কন্যা জানভি কাপুরও সিনেমাটিতে অভিনয় করবেন।

এদিকে গতকাল মুক্তি পেয়েছে কারিনা অভিনীত সিনেমা বীরে ডি ওয়েডিং। মা হওয়ার পর এটিই তার প্রথম সিনেমা। এতে এ অভিনেত্রীর অভিনয় বেশ প্রশংসা পাচ্ছে। শশাংক ঘোষ পরিচালতি ছবিটিতে কারিনা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন সোনম কাপুর, স্বরা ভাস্কর, শিখা তালসানিয়া প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post