আসছে তেলাপোকার দুধ!


অনলাইন ডেস্কঃ তেলাপোকা দেখলেই যেকোন নারীর ছোটখাটো একটা হার্ট অ্যাটাক অথবা বড়সড় কোনো দুঃস্বপ্ন ঘটে যায়! কিন্তু তারাই যদি জানতে পারেন বিজ্ঞানীরা আবিস্কার করেছেন তেলাপোকার দুধ। যা পান করলে মানুষের জন্য বেশ উপকারী হতে পারে, তাহলে কী ঘটবে?

বিষয়টা শুনে হয়তো আপনার গা গুলিয়ে উঠতে পারে। তবে এটাই বাস্তব ঘটনা। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি এক গবেষণায় জানা যাচ্ছে, তেলাপোকার দুধ আপনার জন্য হতে পারে বিশেষ উপকারী। কারণ এতে গরুর দুধের চেয়েও অনেক বেশি শক্তি রয়েছে, রয়েছে অনেক বেশি অ্যামিনো অ্যাসিড।

তেলাপোকার পেট কেটে দুধ সংগ্রহ করার চিন্তা করাই প্রায় অসম্ভব। যেমনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলতে শুরু করেছেন। প্যাট পার্কিন্স নামে একজন টুইট করেছেন, ‘প্লিজ, তেলাপোকার দুধ যেন বাস্তবে পরিণত না হয়।’

তার টুইটের নিচে জেডি প্যান্টস নামে একজন মন্তব্য করেছেন, ‘আমার ১৫ ফুটের মধ্যে কেউ যদি ‘তেলাপোকার দুধের’ কথা চিন্তাও করে তাহলে আমার এমন প্যানিক অ্যাটাক হবে যে সেটা (ভূমিকম্প মাপার) রিখটার স্কেলে দেখা যাবে।’

Post a Comment

Previous Post Next Post