মিত্রদের পণ্যের ওপর শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের


অনলাইন ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর আমেরিকার দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুনভাবে শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (৩১ মে) দেমটির বাণিজ্যমন্ত্রী উইলবার রস এই ঘোষণা দেন।

মার্কিন সময় মধ্যরাত থেকেই, ইষ্পাতের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমনিয়ামের ওপর ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে। এরই মাঝে, মেক্সিকো, কানাডা ও ইইউ’র কয়েকটি দেশ এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। খুব শিগগিরই, প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশগুলো।

এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থা- ডব্লিওটিও’র কাছে ট্রাম্প প্রশাসনের এই আচরণের জবাবদিহিতা চাইবে তারা। এরইমাঝে ইষ্পাত-অ্যালুমনিয়াম ছাড়াও ডেনিম জিন্স, হুইস্কি, কফি, মাংস, বিভিন্ন ফলসহ মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের হুমকি এসেছে। গেলো বছরও এসব দেশ থেকে ৪৮ বিলিয়ন ডলারের ইষ্পাত-অ্যালুমনিয়াম পণ্য এবং কাঁচামাল রফতানি করা হয়েছে যুক্তরাষ্ট্র।

Post a Comment

Previous Post Next Post