ইরানের এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত


অনলাইন ডেস্কঃ ইরানের ইসফাহান এলাকা দেশটির সামরিক বাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার ইসফাহানের মরুভূমি এলাকায় বিধ্বস্তের ঘটনায় দুই পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এ তথ্য জানিয়েছে। আহত দুই পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই এলাকার শহীদ বাবায়েই বিমানঘাঁটি থেকে প্রশিক্ষণের জন্য বিমান উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। পরে পার্শ্ববর্তী একটি গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। সূত্র: রয়টার্স।

Post a Comment

Previous Post Next Post