তুনিশীয় উপকূলে নৌকা ডুবে ৩৫ অভিবাসী নিহত


অনলাইন ডেস্কঃ তুনিশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে এক নৌকা ডুবির ঘটনায় অন্তত ৩৫ অভিবাসী নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে আরো ৬৭ অভিবাসীকে। রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

খবরে বলা হয়, নৌকা ডুবির ঘটনায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। অভিবাসীরা তুনিশিয়া সহ বিভিন্ন দেশের নাগরিক।

উল্লেখ্য, লিবিয়ার উপকূলবর্তী অঞ্চলগুলোতে নিয়ন্ত্রণ জোরদার করার পর থেকে মানব পাচারকারীরা অর্থের বিনিময়ে অভিবাসীদের ইউরোপে পৌঁছাতে তুনিশিয়ার উপকূল ব্যবহার করা শুরু করেছে। 

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে, নৌকাটিতে মোট ১৮০জন অভিবাসন প্রত্যাশী ছিল। এর মধ্যে ৮০ জনই ছিলেন বিভিন্ন আফ্রিকান দেশের নাগরিক।

Post a Comment

Previous Post Next Post