রমজানেও গাছবাড়ীতে বিদ্যুৎ ভোগান্তি কমেনি


জিয়াউর রহমান: কানাইঘাট  উপজেলার গাছবাড়ী এলাকা সহ কানাইঘাটে এই রমজানেও বিদ্যুৎ ভোগান্তি কমেনি। প্রতিদিন ইফতার, তারাবির আগে-পরে বিদ্যুতের ভেলকিবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। বিদ্যুৎ ভোগান্তি না কমায় সাধারণ গ্রাহকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিটি ইউনিয়নের বিদ্যুতের ভেলকিবাজিতে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। রমজান শুরুর পর পল্লী বিদ্যুতে ঘনঘন লোডশেডিং হচ্ছে। বিশেষ করে গ্রামের লোকজন বলতে গেলে বিদ্যুতই নিয়মিত পাচ্ছেন না। তাছাড়া গাছবাড়ী  বড়দেশ ,  রাজাগঞ্জ এলাকায়  এ বিদ্যুৎ ভোগান্তি চরমে পৌঁছেছে।  
গাছবাড়ী এলাকার  এক বাসিন্দা  আমার  বলেন, রমজানের শুরু থেকেই প্রতিদিন বিদ্যুতের আসা-যাওয়ার খেলা। দিনের পাশাপাশি রাতেও লোডশেডিং। অনেককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। গ্রাহকদের অভিযোগ ইফতারের আগে, তারাবির নামাজের সময় এবং সেহরির সময়েও লোডশেডিংয়ে ভোগান্তি পোহাচ্ছেন তারা।
তবে এ বিষয়ে জানতে কানাইঘাট  বিদ্যুৎ  অফিসে  মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কেউ  কল রিসিভ করেননি।

Post a Comment

Previous Post Next Post