বিষধর সাপের কাণ্ড, বিদ্যুতের গ্রীড লাইন লন্ডভন্ড


অনলাইন ডেস্কঃ নাটোর শহরের হরিশপুর এলাকায় একটি বিষধর সাপ বিদ্যুৎ লাইনে ঢুকে পড়ায় বিস্ফোরিত হয়ে লণ্ডভণ্ড হয়ে যায় ৩৩ হাজার ভোল্ট গ্রীড লাইনের তার। এতে নাটোর সদর, বাগাতিপাড়া ও নলডাঙ্গাসহ ৭০ হাজার গ্রাহককে প্রায় ৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে এই ঘটনা ঘটে। পরে রাত পোণে ৯টার দিকে লাইন মেরামতের পর বিদুৎ সঞ্চালন স্বাভাবিক হয়। 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভারপ্রাপ্ত জিএম সুলতান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি বিষধর সাপ সোমবার বিকেল নাগাদ হরিশপুর এলাকায় গ্রীড লাইনে উঠে পড়ে। এসময় নাচানাচি করার কারনে ৩৩ হাজার ভোল্ট গ্রীড লাইনের তার বিস্ফোরিত হলে বেশ কয়েকটি তার পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। এতে বিদুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্থ মালামাল পর্যাপ্ত না থাকায় জোড়া তালি দিয়ে লাইন মেরামত করতে বিলম্ব হয়েছে। ঘটনার সময় বিষধর সাপটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।

Post a Comment

Previous Post Next Post