১৫ দিনে 'বাঘি ২'র আয় ১৪৫ কোটি


বিনোদন ডেস্কঃ টাইগার শ্রফ অভিনীত 'বাঘি ২'র সাফল্য থামার কোনো লক্ষণ নেই। প্রথম সপ্তাহে বাঘির আয় ছিল ১১০.৮১ কোটি। দ্বিতীয় সপ্তাহে আয় ছিল ৩২.৫ কোটি। আর তৃতীয় সপ্তাহের শুরুতে প্রথম শুক্রবা্রে আয় হয়েছে দেড় কোটি।

সব মিলিয়ে চলতি তৃতীয় সপ্তাহে পনেরতম দিনে 'বাঘি ২' -এর আয় ১৪৪.৮১ কোটি।

ছবির কাহিনীতে দেখা যাবে নেহার (দিশা) তিন বছরের সন্তানকে উদ্ধারে ডাকা হয়েছে তার এক্স বয়ফ্রেন্ডকে (টাইগার)।

Post a Comment

Previous Post Next Post