দেরাদুনে গরমে কাহিল মাহমুদউল্লাহরা


স্পোর্টস ডেস্কঃ আগের দিন ভারতের দেরাদুনে পৌঁছে বাংলাদেশ দল। বুধবার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম অনুশীলন করেন মাহমুদউল্লাহরা। দেরাদুনে প্রচণ্ড গরম। বেলা ২টায় অনুশীলনে নামার সময় তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আপাতত বাংলাদেশ দলের চিন্তা তাপমাত্রা নিয়ে।

এদিকে হোটেল থেকে মাঠে যেতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। তবে মাঠ দেখে সবাই সন্তুষ্ট। উইকেট পেসবান্ধব হবে বলে ধারণা করছে টিম ম্যানেজমেন্ট। ৩, ৫ ও ৭ জুন আফগানিস্তানের বিপক্ষে এই শহরেই তিনটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ।

কাল দেরাদুনে পেসার আবু জায়েদ রাহি বলেন, ‘এখানে অনেক গরম। উইকেট দেখেছি। উইকেটে কিছুটা ঘাস রয়েছে। আশা করি, এখানে পেস বোলাররা খানিকটা সুবিধা পাবে। তবে ম্যাচটা রাতে হবে বলে গরম হয়তো সেভাবে প্রভাব ফেলবে না।’

আবু জায়েদ মনে করেন, বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে খেলার জন্য জায়গা পাকা করার এটাই তার কাছে সেরা সুযোগ। এ সুযোগ তিনি কাজে লাগাতে চান। মোস্তাফিজুর রহমান দলে না থাকায় পেসারদের বেশি করে দায়িত্ব নেয়ার কথাও জানান তিনি।

এই ডান-হাতি পেসার বলেন, ‘আমি শুধু পেস নয়, সুইংও কাজে লাগাতে চাই। আশা করি, ভালো একটি সিরিজ হবে।’

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ বলেন, ‘মাঠটা দারুণ। সুযোগ-সুবিধাও খুব ভালো। আগে ছবিতে দেখেছি। উইকেট এখনও ভেজা আছে। ম্যাচের দিনে হয়তো বাউন্স পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘অত্যধিক গরম। তবে দিল্লির চেয়ে কিছুটা কম। তাতে হয়তো তেমন সমস্যা হবে না। কারণ আমাদের ম্যাচ রাতে।’

তিনি জানান, কন্ডিশন যাই হোক না কেন, দলের লক্ষ্য সিরিজ জয়।

খালেদ মাহমুদ বলেন, ‘আফগানিস্তান কয়েকটা ম্যাচ খেলেছে এখানে। তবে এটা কোনো অজুহাত হতে পারে না। যে কোনো পরিবেশে ভালো খেলতে হবে। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে এসেছি। সিরিজ জয়ের জন্য এসেছি।’

Post a Comment

Previous Post Next Post