বিয়ানীবাজারে ব্যবসায়ী সৈবন হত্যার অভিযোগে গ্রেপ্তার ১


অনলাইন ডেস্কঃ বিয়ানীবাজারের ব্যবসায়ী সহিব আলী সৈবন হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে নেত্রকোনা জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে শামীম বিশ্বাস নামের কিলার গ্রুপের এ সদস্যকে নেত্রকোনার শিমুলিয়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামীম পেশাদার খুনি বলে পুলিশ জানিয়েছে। এ হত্যা মামলায় অভিযুক্ত ৪ জনের মধ্যে ৩ জনের বাড়ি সিলেটে। একমাত্র শামীমের বাড়ি ছিল সিলেটের বাইরে। বৃহস্পতিবার শামীমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার নিয়ে আসা হয়।

বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সীর নেতৃত্বে শামীমকে গ্রেপ্তার অভিযানে অংশ নেন ওসি তদন্ত জাহিদুল হক, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুরঞ্জিত দাস ও এসআই বিরাজ।

শামীমকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে বিয়ানীবাজার থানার ওসি শাহজালাল মুন্সী বলেন, হত্যা মামলার তদন্তের সকল অগ্রগতি রোববার আপনাদের অবহিত করবো।

Post a Comment

Previous Post Next Post