অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা ইউএসএইডের প্রধান মার্ক গ্রিন রোহিঙ্গা মুসলিমদের অধিকার রক্ষায় মিয়ানমারকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন। তিনি রোহিঙ্গাদের দেশে ফেরাতে আরো আগ্রহ দেখাতে মিয়ানমার সরকারের প্রতি আহবান জানান। গতকাল রবিবার তিনদিনের সফর শেষে এই আহবান জানান মার্ক গ্রিণ। খবর রয়টার্সের
মার্ক গ্রিণ তার সফরে রাখাইন রাজ্যের বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। গ্রিণ সাংবাদিকদের বলেন, তিনি এর আগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। তারা যেসব ঘটনা বর্ণনা করেছেন তা খুবই ভয়াবহ। নির্যাতনের কারণে পালিয়ে যাওয়া রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চান, তবে এর আগে তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তাই মিয়ানমার সরকারের উচিত নিরাপত্তা এবং তাদের অধিকার রক্ষার ব্যবস্থা করা। এর ফলে তারা তাদের জন্মভূমিতে ফিরতে পারবে। তাদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশে এবং মিয়ানমারে থাকা রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্র আরো ৪৪ বিলিয়ন ডলার সহায়তা দেবে বলেন জানান মার্ক গ্রিণ।
