দহন ছবি ছাড়লেন বাঁধন


অনলাইন ডেস্কঃ তিন মাসে ১৬ কেজি ওজন কমিয়ে ফিট হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাইক চালানো শিখেছেন। শুধু কি তাই! প্রস্তুতির খাতায় আরও অনেক কিছুই যুক্ত হয়েছে। এসবই হয়েছে রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিতে অভিনয়ের জন্য।

যে ছবিটির জন্য এত আয়োজন, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে বাঁধনকে পরিচয় করিয়ে দেয়া, সে ছবিটিই নাকি এবার করছেন না এ লাক্স সুন্দরী। কিন্তু কেন? বিশেষ কারণ তো অবশ্যই আছে! সেটা তাহলে কী?

ছবির প্রযোজনা সংস্থা জাজের কর্ণধার আবদুল আজিজ জানান, ‘আমাদের ছবির শুটিংয়ের শিডিউলের সঙ্গে বাঁধনের সময় মিলছে না। এসময় তার ব্যক্তিগত কিছু কাজ রয়েছে। তাই বাঁধন ছবিটি করতে পারছেন না। আমরা অন্য কাউকে দেখছি।’

এমন কথার পরই যোগাযোগ করা হয় বাঁধনের সঙ্গে। তিনিও জানালেন একই কথা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দহনের জন্য দেয়া শিডিউল অনুযায়ী ছবিটি শুরু হচ্ছে না। শুটিং পেছানো হয়েছে। ওই সময়টাতে আমার শুটিং করা সম্ভব নয়। কিছু ব্যক্তিগত কারণেই সম্ভব হচ্ছে না বলে ছবিটিতে আমি থাকতে পারছি না। আজিজ ভাইয়ের সঙ্গে আলোচনা করেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’

আগামী ১ জুন দহন ছবির শুটিং শুরু হবে। এতে নায়ক হিসেবে রয়েছেন টিভি পর্দার অভিনেতা সিয়াম। তার সঙ্গে রয়েছেন পূজা চেরি।

Post a Comment

Previous Post Next Post