এবার বাবা-মেয়ে একসঙ্গে অভিনয়ে



বিনোদন ডেস্কঃ অমিতাভ বচ্চন নিজেতো বটেই, স্ত্রী জয়া বচ্চন, ছেলে অভিষেক বচ্চন এবং বৌমা ঐশ্বরিয় রাই বচ্চন তো অভিনয় করেনই, এবার অভিনয়ের জগতে পা রাখলেন মেয়ে শ্বেতা বচ্চনও। একটি বিজ্ঞাপনের সৌজন্যে অভিনয়ের জগতে পা রাখলেন মেয়ে শ্বেতাও।

বাবা-মেয়ের জুটি একটি অটো-রিক্সায় চেপে কাজে যান। সেই অটোয় উঠে আবার বিগ বি কিছুটা নস্ট্যালজিক।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই মেয়ের লেখিকা হয়ে ওঠার কথা ঘোষণা করেন বিগ বি।

Post a Comment

Previous Post Next Post