কুলাউড়ায় অগ্নিকান্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি



স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় প্রায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। 

মঙ্গলবার (২২ মে) সকাল ১০টার দিকে একটি তুলার কারখানা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা যায়, পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় সকাল ১০টার দিকে মনিক মিয়া মালিকানাধীন তুলার কারখানায় হঠাৎ আগুন লাগে। তাৎক্ষনিক আগুন আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দ্বিপ মালিকানাধীন বর্ণমালা লাইব্রেরী, ইমরুল মিয়ার ইউনিক এন্টারপ্রাইজ, আজিজুর রহমানের ইসলাম ভেরাইটিজ স্টোর, খায়রুল ইসলামের ইলিয়াস ডিপার্টমেন্টাল স্টোর, বর্নালী স্টোর, মা ভেরাইটিজ স্টোরসহ প্রায়  ১১টি দোকান আগুনে ভষ্মিভূত হয়। 

এবিষয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের ইন্সেপক্টর  মো. সিফাত হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।





Post a Comment

Previous Post Next Post