ঈদের আগে ভারী যান চলাচল সীমিত থাকবে: কাদের


অনলাইন ডেস্কঃ ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তিন দিন আগে থেকে সড়ক-মহাসড়কে ভারী যানবাহন চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার কাজের পরিদর্শন ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনকল্পে করণীয় নির্ধারণ সভায় তিনি এ কথা বলেন। 

এসময় তিনি বলেন, ঈদের আগে তিন দিন সড়কে ট্রাক, লরি ও ভারী যানবাহন চলাচল সীমিত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রেক্ষাপটে তিস্তা চুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কাদের বলেন, এ বছর তিস্তা চুক্তি না হলেও অগ্রগতি হবে।

সভায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত যানজট নিরসনে সবার সহযোগিতা কামনা করেন ওবায়দুল কাদের। একইসঙ্গে ঈদে ফিটেনেসবিহীন গাড়ি সড়কে না নামাতে শ্রমিক নেতাদের অনুরোধ করেন।

Post a Comment

Previous Post Next Post