স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করা এবি ডিভিলিয়ার্সকে নতুন জীবনের জন্য অবশেষে শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি। আজ শনিবার তিনি ট্যুইট করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থকে শুভেচ্ছা জানিয়েছেন।
ডিভিলিয়ার্সের সঙ্গে তাঁর একটি ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘সবকিছুর জন্য তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ভাই। তুমি যে সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছো, সেই সময় ব্যাটিংয়ের দর্শনই বদলে দিয়েছো। ভবিষ্যতের জন্য তোমাকে ও তোমার পরিবারের লোকজনকে শুভেচ্ছা।’
দেশের হয়ে ডিভিলিয়ার্সের বিরুদ্ধে খেললেও, আইপিএল-এ একসঙ্গেই খেলেছেন কোহলি। তাদের সম্পর্ক অত্যন্ত মধুর। দু’জনেই একে অপরের গুণমুগ্ধ, প্রশংসা করেন। এবারের আইপিএল-এও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ডিভিলিয়ার্স। যদিও ব্যাঙ্গালোর প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি। এরপরেই দেশে ফিরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক। এরপর গোটা ক্রিকেট বিশ্ব এবি বিদায়ে প্রতিক্রিয়া জানালেও চুপ ছিলেন কোহলি। এমনকি কোহলি পত্নী আনুশকাও ডিভিলিয়ার্সকে শুভেচ্ছা জানালেও কোহলি টু শব্দ করেন নি।
