সিয়াম-পূজার দ্বিতীয় গানও ‘হিট’ (ভিডিও)


বিনোদন ডেস্কঃ পোড়ামন-২ ছবির প্রথম গানেই বাজিমাত করেছেন সিয়াম।এবার মুক্তি পেল ছবিটির দ্বিতীয় গান। ‘ও হে শ্যাম’ শিরোনামের গানও দর্শকদের মাঝে হিট হয়েছে। ইউটিউবে গানটি প্রকাশের মাত্র একদিনেই দেড় লাখ ভিউ হয়েছে গানটি।

নায়িকা পূজা চেরির সঙ্গে সিয়ামের রোমান্স দর্শকদের মন জয় করেছে।গানটিতে নাচের কোরিগ্রাফি করেছেন জয়েশ প্রধান। শাহ্‌ আলম সরকারের কথায় গানে সুরারোপ করেছেন ইমন সাহা। আর কণ্ঠ দিয়েছেন ইমরান ও কণা।

রায়হান রাফি পরিচালিত ছবিটি ঈদে মুক্তি পেতে যাচ্ছে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ।

Post a Comment

Previous Post Next Post