যুক্তরাষ্ট্রের এফ৩৫ যুদ্ধবিমান প্রথম ব্যবহার করল ইসরাইল


অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের তৈরি এফ৩৫ যুদ্ধবিমান প্রথম ব্যবহার করার দাবি করেছে ইসরাইলি বিমানবাহিনীর প্রধান।

মঙ্গলবার ইসরাইলের বিমানবাহিনীর প্রধান তার অফিসিয়াল পেজে এক টুইটবার্তায় এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহ।

স্থানীয় মিডিয়ার উদ্ধৃত দিয়ে মেজর জেনারেল আমিকাম নর্কিন বলেন, আমরা মিডিলইস্টজুড়ে এফ-৩৫ উড়ছি এবং ইতিমধ্যে দুটি ভিন্ন ফ্রন্টে দুবার আক্রমণ করেছি।

নর্কিন বৈরুতে এক এফ-৩৫ আলোকচিত্র প্রদর্শন করেন বলে স্থানীয় মিডিয়া জানায়।

লকহেদ মার্টিন করপ দ্বারা নির্মিত এফ-৩৫ বিমানটি। এছাড়াও এর হিব্রু নাম "আদির" (পরাক্রমশালী)।

যুক্তরাষ্ট্রের বাইরে ইসরাইল প্রথম দেশ যে এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করেছে। ইসরাইলি সংবাদমাধ্যম এ দাবি করছে।

Post a Comment

Previous Post Next Post