অনলাইন ডেস্কঃ ভারতের ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক পঙ্কজ শরণ। বর্তমানে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। মঙ্গলবার ভারতের মন্ত্রিসভার নিয়াগ সংক্রান্ত কমিটি (এসিসি) এই পদে দুই বছরের জন্য তার নিয়োগ অনুমোদন করে।
পেশাদার কূটনীতিক পঙ্কজ শরণ ১৯৮২ সালে ভারতের ফরেন সার্ভিসে যোগ দেন। ২০১২ সালের মার্চ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার ছিলেন। গত বছর তাকে রাশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পঙ্কজ শরণ ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মস্কো, ঢাকা, ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনে কাজ করেছেন।
প্রসঙ্গত, বর্তমানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অজিত দোভাল। ডেপুটি হিসেবে তাকে এখন থেকে কাজে সহযোগিতা করবেন পঙ্কজ শরণ।