'সাকিবের অভিজ্ঞতা কাজে লাগবে বাংলাদেশের'


স্পোর্টস ডেস্কঃ দেড় মাসের বেশি সময় ধরে আইপিএল খেলার জন্য ভারতে অবস্থান করছেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্রতিটি ম্যাচ খেলেছেন তিনি। দলের জয়ে রেখেছেন অবদান। হায়দরাবাদে সাকিব সতীর্থ হিসেবে পেয়েছেন আফগান স্পিনার রশিদ খানকে। আসন্ন আফগান সিরিজে এই তরুণ ঘূর্ণি জাদুকরই বাংলাদেশ শিবিরের দুশ্চিন্তার কারণ। তবে এক্ষেত্রে সাকিবের অভিজ্ঞতা সহায়ক হতে পারে বলে মনে করেন মাহমুদ উল্লাহ রিয়াদ।

আজ রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মাহমুদ উল্লাহ সাংবাদিকদের বলেন, 'সাকিব নেটে রশিদকে খেলছে, খুব কাছ থেকে রশিদের বলও দেখছে। ওর কাছ থেকে আমরা কার্যকরী পরামর্শ পেতে পারি। ওর সাথে কথা বললে ওর নিজের চিন্তাটা সম্পর্কেও আমরা জানতে পারব। রশিদের ব্যাপারে সাকিবের কাছ থেকে অবশ্যই ছোটখাটো বিষয়গুলো নেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় ওই তথ্যগুলো আমাদের অনেক সাহায্য করবে দল হিসেবে।'

আগামী ৩ জুন থেকে ভারতের মাটিতে শুরু হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলতি আইপিএলে দুর্দান্ত পারফর্মেন্স করে যাচ্ছেন রশিদ। তার পারফর্মেন্স নিয়ে মাহমুদ উল্লাহ বলেন, 'অবশ্যই রশিদ ভালো বোলার। ভালো ক্রিকেট খেলছে সে। আমাদেরও সেভাবেই প্রস্তুতি নিতে হবে। জিনিসগুলো অনেক বেশি স্বাভাবিক রাখা দরকার। আমরা নিজেরা কি করতে পারি, ওটার দিকে যদি আমরা বেশি ফোকাস রাখতে পারি, তাহলে আমাদের জন্যই ভালো হবে।'

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আফগানিস্তান রয়েছে ৮ নম্বরে, বাংলাদেশের অবস্থান ১০ম। তবে ঢালাওভাবে আফগানদের এগিয়ে রাখার পক্ষে নন রিয়াদ, 'দুইটা দলের শক্তির জায়গা দুইরকম। যদি পেস আক্রমণ দেখেন, ওদের চেয়ে আমরা বেশি সমৃদ্ধ। রুবেল, মুস্তাফিজ অনেক দিন ধরে ক্রিকেট খেলছে। তারা জানে কীভাবে চাপ নিতে হয়। যদি স্পিনের কথা বলেন, সাকিব বিশ্বের অন্যতম সেরা বোলার। বাঁহাতি স্পিনারদের মধ্যে সেরা। অপু ভালো করছে। আমি বলব আমাদের বোলিং আক্রমণটা অনেক সমৃদ্ধ, যদি অভিজ্ঞতার কথা চিন্তা করেন।

Post a Comment

Previous Post Next Post