সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি বাংলাদেশের 'হালদা'


বিনোদন ডেস্কঃ ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে তৌকীর আহমেদ পরিচালিত 'হালদা'। এছাড়াও সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা ও সেরা সংগীত শাখায় পুরস্কার জিতেছে ছবিটি।

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ, চিত্রগ্রহণে ছিলেন এনামুল সোহেল এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন অমিত দেবনাথ। রবিবার উৎসবের সমাপনী দিনে সবার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন তৌকির আহমেদ। তার হাতে পুরস্কার তুলে দেন শ্রীলংকায় সার্ক কালচারাল সেন্টারে সার্ক কালচারাল সেন্টারের ঊর্ধতন কর্মকর্তা ও উৎসব কর্তৃপক্ষ।

'হালদা ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা, জাহিদ হাসান, রুনা খান, দিলারা জামান, শাহেদ আলী প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post