প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন রিয়াজ-জেনি


বিনোদন ডেস্কঃ নির্মাতা সকাল আহমেদের নির্দেশনায় নির্মিত হয়েছে নাটক ‘সমান্তরাল’। নাটকটিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছে চিত্রনায়ক রিয়াজ ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনি।  

নাটকের গল্পে দেখা যাবে, একটি ছেলের দ্বিতীয় বিবাহ এবং একটি মেয়ের প্রথম বিবাহ নিয়েই মূলত নাটকটির গল্প এগিয়ে যায়। ছেলেটির একটি সন্তান থাকে। ছেলেকে ঘিরেই তার যত ভাবনা। অন্যদিকে মেয়েটি নিজের মতো অধিকার আদায় করে সংসার করতে চায়। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সমান্তরাল’ নাটকটি। 

এটি রচনা করেছেন জারজিস আহমেদ। নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ ও জেনি। আগামী ঈদে চ্যানেল নাইনে নাটকটি প্রচার হবে। 

Post a Comment

Previous Post Next Post