ব্যস্ত রাশিয়াও, ল্যাভরভ পিয়ংইয়ং যাচ্ছেন

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সম্ভাব্য বৈঠক নিয়ে শুধু এ দুই দেশের নেতারাই ব্যস্ত নন, দৌড়ঝাঁপ করছেন বিশ্বের অন্যান্য প্রভাবশালী দেশের নেতারাও। উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু নিয়ে আলোচনা করতে আজ বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর আগে গতকাল বুধবার উত্তর কোরিয়ার জেনারেল কিম ইয়ং চোল চীন হয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। পৃথক সফরে ব্যস্ত উত্তর কোরিয়ার আরো অনেক কর্মকর্তা।

উত্তর কোরিয়ার নেতা উনের ডান হাত হিসেবে পরিচিত জেনারেল চোল গতকাল চীনের পেইচিং বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প নিজে টুইটে এ খবর নিশ্চিত করেন। টুইট বার্তায় তিনি লেখেন, ‘বৈঠক ও আরো অন্যান্য বিষয় নিয়ে বর্তমানে আলোচনা চলছে। উত্তর কোরিয়ার ভাইস চেয়ারম্যান কিম ইয়ং চোল এখন নিউ ইয়র্কের পথে। আমার চিঠির মোক্ষম জবাব, ধন্যবাদ।’

নিউ ইয়র্কে চোল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে দেখা করবেন। পম্পেওর মুখপাত্র জানান, এ নিয়ে পম্পেওর সঙ্গে তৃতীয়বারের মতো আলোচনায় বসতে যাচ্ছেন চোল। ওই মুখপাত্র বলেন, ‘বৈঠকের ধরন কেমন হবে, তা নিয়ে আমরা কাজ করছি।’

চোলের এ সফরের ব্যাপারে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রতি প্রেসিডেন্টের ২৪ মের চিঠির পর থেকে উত্তর কোরিয়া কাজ করে চলেছে। সিঙ্গাপুরে কিমের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশিত বৈঠকের ব্যাপারে প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা অব্যাহত আছে।’

উত্তর কোরিয়ার পক্ষ থেকে চোল যখন নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাবেন, ঠিক সেই সময় উত্তর কোরিয়া সফর করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। এ সফরে তিনি উত্তর কোরিয়ার পরমাণু ইস্যু, আঞ্চলিক পরিস্থিতি এবং একই সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। তাঁকে গত ১০ এপ্রিল উত্তর কোরিয়ায় সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। রাশিয়া সফরে গিয়ে তিনি ল্যাভরভকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়ে আসেন। সূত্র : এএফপি, সিএনএন, স্ট্রেইট টাইমস।

Post a Comment

Previous Post Next Post