যে দ্বীপ কখনো ফ্রান্সের, কখনো স্পেনের!


অনলাইন ডেস্কঃ স্পেন ও ফ্রান্সকে আলাদা করে দিয়েছে বিদাসোয়া নামের একটি নদী। সে নদীর মাঝখানেই অবস্থিত অদ্ভূত সুন্দর একটি দ্বীপ। বছরের ছয় মাস যে দ্বীপের মালিকানা থাকে স্পেন সরকারের হাতে, বাকি ছয় মাস ফ্রান্সের। অর্থাৎ এক ইঞ্চি নড়াচড়া না করেই দ্বীপটি স্পেনে ঘুমায় আর ফ্রান্সে জেগে উঠে! 

ফিজেন্ট আইল্যান্ড নামের এ দ্বীপটিকে স্প্যানিশ ভাষায় ডাকা হয় 'ইসলা দে আইওস ফেইসানিস' আর ফরাসিরা এটিকে ডাকে 'আই দেস ফেইসানস' বলে।

নদীর ঠিক মাঝখানের এ দ্বীপটি ১ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত স্পেন সরকারের অধীনে থাকে আর বাকি ছয় মাস ফ্রান্সের। নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর এ দ্বীপে পুরনো সব স্থাপত্য আছে। ফ্রান্স কিংবা স্পেন কোনো দেশই এখানে পর্যটকদের প্রবেশ করতে দেয় না। এখানকার স্থাপত্যগুলোর সামনে দাঁড়িয়ে সেলফি তোলাও বারণ। সূত্র: এল পেইস ও বিবিসি

Post a Comment

Previous Post Next Post