কমলগঞ্জ পৌর-মেয়র জুয়েল আহমদের ইফতার সামগ্রী বিতরণ



হিফজুর রহমান তুহিনঃ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ এর পারিবারিক সদস্যদের অর্থায়নে পৌর এলাকার ৫০জন অসহায় রোজাদার বিধবা মহিলাকে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গত রবিবার সকাল ১১টায় পৌর মেয়রের বাসভবনে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌর আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো: বদর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লেখক-গবেষক ও উন্নয়ন চিন্তক আহমদ সিরাজ।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও কমলগঞ্জ প্রেস ক্লাবের আহব্বায়ক মোঃ জুয়েল আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবক আনসার শোকরানা মান্না, মুসলিমা বেগম, এ্যানি বেগম, উপজেলা যুবলীগের সদস্য ও সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান, মইনুল ইসলাম খান, কয়েস উদ্দীন, আওয়ামীলীগ নেতা মাহমুদ আলী প্রমুখ। অনুষ্টানে ৫০জন বিধবা মহিলাকে ১ কেজি ডাল, চিনি, চানা, পেঁয়াজ ও সেমাই বিতরণ করা হয়। এছাড়া ৮ জন এতিম মাদ্রাসা ছাত্রকে জনপ্রতি নগদ ৫০০ টাকা করে ৪ হাজার টাকা বিতরণ করা হয়।

Post a Comment

Previous Post Next Post