হানিমুনে কোথায় যাচ্ছেন রাজ-শুভশ্রী ?


বিনোদন ডেস্কঃ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলির বিয়ের সব কিছুই হয়েছে প্রকাশ্যে। তবে বিয়ের পর হানিমুনে কোথায় যাচ্ছেন তা প্রকাশ করেননি তারা কেউই। যদিও স্থান ফাঁস না হলেও হানিমুনে যাওয়ার বিষয়টি লুকিতে রাখতে পারেনি এই তারকা দম্পতি।

একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলিকে বিবাহিত জীবন যাতে সুখের হয় যাত্রা পথে তার জন্য শুভেচ্ছা জানিয়েছে একটি বিমান সংস্থা। শুধু তাই নয়, রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর বিবাহিত জীবনের জন্য তাদের অভিনন্দনও জানানো হয়েছে ওই বিমান সংস্থার পক্ষ থেকে। এরপর থেকেই ধারণা করা হচ্ছে লুকিয়ে লুকিয়ে হানিমুন সারতে চাচ্ছেন তারা।

প্রসঙ্গত, গত ১০ মে গাঁটছড়া বাঁধেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলি। আইবুড়ো ভাত থেকে শুরু করে আলতা ‘সেরিমনি’ এবং শেষে সাতপাক, রাজ-শুভশ্রীর বিয়ের সব অনুষ্ঠানই সম্পূর্ণ হয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ওই রাজবাড়িতে। বিয়ের পর কলকাতায় ফিরে হয় রাজ-শুভশ্রীর ঝলমলে রিসেপশন। এখানেই শেষ নয়। ওই রিসেপশনের পর বর্ধমানে অষ্টমঙ্গলা হয় রাজ-শুভশ্রীর।

Post a Comment

Previous Post Next Post