অনলাইন ডেস্কঃ চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা হারিয়েছে এক কিশোর। হতভাগ্য সেই কিশোরের নাম রনি (১৫)। তার বাবার নাম নাসির উদ্দিন। তবে তার ঠিকানা জানা যায়নি। সে পানি বিক্রি করে বলে জানা গেছে।
শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন পথচারী।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুরগামী একটি ট্রেন থেকে নামতে গেলে ট্রেনের চাকায় রনির ডান পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে কয়েকজন পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিকেল পুলিশ বক্স'র উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রনির অবস্থা গুরুতর। তার চিকিৎসা চলছে।
