অবশেষে জাপানে পাড়ি দিলেন ইনিয়েস্তা


স্পোর্টস ডেস্কঃ অবশেষে জাপানে পাড়ি দিলেন আন্দ্রে ইনিয়েস্তা। সব জল্পনার অবসান ঘটিয়ে এশিয়ান ফুটবল জায়ান্টদের জে-লিগে ভিসেল কোবে যোগ দিলেন এই তারকা মিডফিল্ডার। 

ভিসেল কোবের মালিক হিরোশি মিকিতানির সঙ্গে ইনিয়েস্ত একটি ছবি টুইটারে পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘বন্ধুর সঙ্গে আমার নতুন ঘরে যাচ্ছি।’ যেখানে দু’জনকে একটি প্লেনে দেখা যায়। এর আগে চলতি সপ্তাহে শৈশবের ক্লাব বার্সেলোনার হয়ে ২২ বছরের ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

জাপানে বর্তমানে জে-লিগের পয়েন্ট টেবিলের সপ্তমস্থানে রয়েছে কোবে। তবে ইনিয়েস্তার জন্য সুখবর হচ্ছে এই ক্লাবে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন জার্মানি জাতীয় দলের এক সময়কার তারকা লুকাস পোডলস্কি।

Post a Comment

Previous Post Next Post