রাজস্থানকে ২৫ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে কলকাতা


স্পোর্টস ডেস্কঃ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এলিমিনেটরের শুরুটা ভালো না হলেও শেষমেশ ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট নিশ্চিত করল নাইটরা।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক অজিঙ্কা রাহানে। দলের হয়ে শুরুটা দুর্দান্ত করেন কৃষ্ণাপ্পা গৌতম, জোফ্রা আর্চাররা। তারা দুজনেই দুটি করে উইকেট নেন। ২৪ রানে কেকেআর এর ৩ উইকেট পড়ে গিয়েছিল। অধিনায়ক দীনেশ কার্তিক দুর্দান্ত লড়াই করেন। তার ৩৮ বলে ৫২ ও আন্দ্রে রাসেলের ২৫ বলে অপরাজিত ৪৯ রানের সুবাদে ৭ উইকেটে ১৬৯ রান করে কলকাতা।

জবাবে ব্যাট করতে নামা রাজস্থানকে ৪ উইকেটে ১৪৪ রানে আটকে রাখে কলকাতা। ২৫ রানে ম্যাচ জিতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ের ছাড়পত্র আদায় করে নিয়েছে কলকাতা।

আগামী শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে কলকাতা। সেই ম্যাচ জিতলেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল হবে তাদের।

Post a Comment

Previous Post Next Post