বিনোদন ডেস্কঃ ভারতের অভিনয় জগতে ‘কাস্টিং কাউচ’ তথা অভিনয়ের সুযোগ দেয়ার নামে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি ডেকান ক্রনিকল’কে দেওয়া এক সাক্ষাতকারে কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের বিরুদ্ধে অনেক কথা বলেছেন এই বলিউড অভিনেত্রী।
তিনি বলেন, বলিউডে অনেকেই রয়েছেন, অভিনয় করতে এসে যারা খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হন। কখনও কারও সঙ্গে এমন অবাঞ্ছিত কিছু ঘটলে, বিষয়টি নিয়ে মুখ খুলুন। আগে বাবা-মাকে বিষয়টি জানান। তার পরও কাজ না হলে পুলিশের কাছে যান।
তিনি বলেছেন, ‘আমি জানি এবং বুঝি, অনেক ছেলে-মেয়েকেই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়ার জন্য খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বলিউডে কাজ পাওয়ার জন্য প্রত্যেকেই নিজেদের মতো করে স্ট্রাগল করে। এই লড়াইয়ের সময় কিছু লোক তাদের কাজ দেওয়ার নাম করে সুযোগ নিতে চায়। এটা শুধু ভারতেই নয় গোটা বিশ্বজুড়েই ঘটছে।’
যদিও এই অভিনেত্রীকে এখনও এধরণের পরিস্থির মুখোমুখি হতে হয়নি। তবে তিনি অনেক তরুণ তরুণীর কাছ থেকে এরকম অনেক মেসেজ পেয়েছেন।
তার পরামর্শ, অভিনয় জগতে নিজেকে প্রমাণ করতে চাইলে, বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইলে নিজের ওপর বিশ্বাস এবং আস্থা রাখা জরুরি।
রিচা চাড্ডা, কল্কি কোয়েচলিন, বিদ্যা বালানসহ একাধিক অভিনেত্রী এর আগে কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছেন। ক্যারিয়ারের শুরুতে অডিশন দিতে গিয়ে পরিচালকের নজর তার শরীরজুড়ে ঘোরাফেরা করেছে বলে প্রকাশ্যে মন্তব্য করেন বিদ্যা।
বলিউড অভিনেত্রীদের পাশাপাশি দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডিও কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন একাধিকবার।
শ্রী রেড্ডির তোপের মুখে উঠে এসেছে জনপ্রিয় পরিচালক সুরেশ বাবু, অভিরাম দাগগুবতী, পবন কল্যাণ, গায়ক শ্রীরামের নাম, যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে দক্ষিণী সিনেমা জগতে।
