হবিগঞ্জে আম পাড়া নিয়ে শিশু খুন


অনলাইন ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মীম নামে ৮ বছরের এক শিশু খুন হয়েছে। গতকাল রবিবার মধ্যরাতে উপজেলার ছাতিয়াইন গ্রামে এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গতকাল বিকেলে গাছের আম পাড়াকে কেন্দ্র করে মাসুক মিয়া ও তার বোন জামাই লাল খা’র পরিবারের মধ্যে ঝগড়া হয়। এতে মাসুক মিয়া (৪৫) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর জের ধরেই প্রতিপক্ষের হামলায় খুন হয় শিশু মীম।

নিহত মীমের বাবা লাল খা অভিযোগ করেন, গতকাল দুপুরে আম পাড়া নিয়ে প্রতিবেশী মাসুক মিয়ার পরিবারের সঙ্গে তার ঝগড়া হয়। এ সময় মাসুক মিয়া আহত হন। এর প্রতিশোধ নিতে তার ছেলে রাশেদ মিয়া দল বল নিয়ে মধ্যরাতে লাল খা’র বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে শিশু মীম ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ সোমবার সকালে পুলিশ মীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক কাওসার আলম জানান, এখন পর্যন্ত কেউ মামলা দিতে আসেনি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

Post a Comment

Previous Post Next Post