শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত


নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় সরুফ মিয়া (৪৫) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার সাদির বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে বলে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল গনমাধ্যমকে জানান।

নিহত সরুফ মিয়া শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাল ইউনিয়নের নওয়াগাঁও এলাকার মৃত মনাই মিয়ার ছেলে।

জানা যায়, সোমবার সকালে সরুফ মিয়া উপজেলার সাদির বাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ওপর দিয়ে বাইসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকরা তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে নেয়ার নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post