ছবি মুক্তির আগেই পরিচালকের মন জুড়ে ‘সারা’!



বিনোদন ডেস্কঃ হাতে একাধিক প্রজেক্ট। ‘কেদারনাথ’ সিনেমার শ্যুটিং শেষ করে এখন তিনি ব্যস্ত ‘সিম্বা’ নিয়ে। ফলে সেই অর্থে এখনও বলিউডে অভিষেক হয়নি সঈফ কন্যা সারা আলি খানের। তার আগেই পরিচালক রোহিত শেঠির কাছ থেকে প্রশংসা পেয়ে গেলেন এই সুন্দরী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘সিম্বা’র নায়িকা নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘সারার সঙ্গে প্রথম আমার যখন দেখা হয়, তখন আমি ওকে দেখে বুঝে যাই ও হার্ডকোর কমার্শিয়াল মুভির হিরোইন হতে পারবে। সারা মশালা মুভির জন্য একজন পারফেক্ট অভিনেতা।’

স্বভাবই ৪৫ বছর বয়সী পরিচালকের মুখ থেকে এই কমপ্লিমেন্ট পাওয়ার পর আপ্লুত এই স্টারকিড। ‘সিম্বা’তে এই প্রথমবার অভিনেতা রণবীর সিং জুটি বাঁধতে চলেছেন সারার সঙ্গে। সিনেমাতে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে রণবীরকে। অন্যদিকে অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা যাবে এই সুন্দরীকে।

Post a Comment

Previous Post Next Post