কুলাউড়ায় যুক্তরাজ্যস্থ নেস্টোনের কাউন্সিলরের মতবিনিময়

কুলাউড়ায় যুক্তরাজ্যস্থ নেস্টোনের কাউন্সিলরের মতবিনিময়


স্টাফ রিপোর্টার: কোরআন ও হাদীসের আলোকে জীবন গড়াই প্রকৃত মোমিনের কাজ। সমাজের দরিদ্র,অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার ও বিত্তশালীদের প্রতি আহ্ব্বান জানিয়েছেন সিলেটের কৃতি সন্তান যুক্তরাজ্যস্থ নেস্টোনের জনপ্রিয় কাউন্সিলর আব্দুল কাদির জিলানী। পাশাপশি তিনি শাহ সৈয়দ রাশীদ আলী (রহঃ) ফাউন্ডেশন কতৃক বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,স্কুল,এতিমখানা ও অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছে বিষয়টি যেনে  ফাউন্ডেশনের সকল কার্যক্রমের প্রশংসা করেন।

(১৮ এপ্রিল) বুধবার বিকেলে কুলাউড়ায় এক সংক্ষিপ্ত সফরকালে শাহ সৈয়দ রাশীদ আলী (রহঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি ও শাহ সৈয়দ রাশীদ আলী (রহঃ) ফাউন্ডেশনের উপদেষ্টা মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, রাউৎগাও ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার নজির খান, সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি ও সাংবাদিক সমিতির সদস্য মোহাইমিনুল ইসলাম মাহিন, রাশিদ আলী ফাউন্ডেশনের সদস্য সুফিয়া হক, ইসলামী চিন্তাবিদ মাওলানা সৈয়দ রকিব আল হেলালী লংলী, সোস্যাল কেয়ার অব নেশনের সিনিয়র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল,সোহেল আহমদ, খায়রুল কবির জাফর, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সামছুল ইসলাম, সোস্যাল কেয়ার অব নেশনের সদস্য তাহমিদ খান শাওন প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশী হিসেবে আব্দুল কাদির জিলানী ১৯৯৫-২০০৪ সাল পর্যন্ত চেস্টশায়ার এর কাউন্সিলর ছিলেন। পরে ২০০৭ সাল থেকে বর্তমানে নেস্টোনের স্বুনামের সহিত কাউন্সিলর পদে দায়িত্বরত রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post