ফের গাজা সীমান্তে ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত


অনলাইন ডেস্কঃ গাজা সীমান্তে মঙ্গলবার ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। গণ বিক্ষোভকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘর্ষে ১৭ জন নিহত হওয়ার পর সেখানে চরম উত্তেজনা বিরাজ করার মধ্যেই হত্যার ঘটনাটি ঘটলো। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।

মন্ত্রণালয় আরো জানায়, ২৫ বছর বয়সী নিহত এ ব্যক্তির নাম আহমেদ আরাফা। মধ্য গাজার পূর্ব বুরিজে সংঘর্ষ চলাকালে বুকে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।

ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হাজার হাজার ফিলিস্তিনি নাগরিক গাজা সীমান্তের চারটি গুরুত্বপূর্ণ স্থানে দিনভর বিক্ষোভ প্রদর্শন করে। এতে আরো বলা হয়, সৈন্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়্যার গ্যাস ব্যবহার করে এবং নিরাপত্তা বেড়া ভাংতে আসা সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

এদিকে শুক্রবারের ওই হত্যাকাণ্ডের পর সেখানে স্বল্প পরিসরে হলেও বিক্ষোভ অব্যাহত রয়েছে। তবে আগামী শুক্রবার সেখানে আবারো বড় ধরণের বিক্ষোভ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post