অনলাইন ডেস্কঃ বিশেষ ধরনের জঙ্গিবিমান জেএফ-১৭ তৈরী করেছে পাকিস্তান। আর এই বিমান কিনতে দেশটির সঙ্গে আলোচনা শুরু করেছে মালয়েশিয়া। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্সের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, জেএফ-১৭ জঙ্গিবিমান মালয়েশিয়ার বিমান বাহিনীর সম্ভাব্য চাহিদা মেটাবে। এ ধরনের বিমান দামেও সস্তা।
তিনি বলেন, দু'দেশের সরকারি চ্যানেলে বিমান বিক্রির বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
তিনি জানান, পাকিস্তান প্রয়োজনে মালয়েশিয়ার স্থানীয় শিল্প-কারখানায় এ বিমান তৈরি করে দিতে প্রস্তুত রয়েছে। কিন্তু মালয়েশিয়ার চাহিদার ওপর সেটা নির্ভর করছে।
প্রসঙ্গত, মালয়েশিয়ার সরকার পাকিস্তান থেকে জেএফ-১৭ বিমান কেনার কথা বিবেচনা করছে বল ২০১৫ সালেও খবর রটেছিল। কিন্তু সে সময় কুয়ালালামপুর তা অস্বীকার করেছিল। সূত্র: দ্য ডিপ্লোমেট
