বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে আরেকটি দুঃসংবাদ


স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের জুনে মাঠে গড়াচ্ছে রাশিয়া বিশ্বকাপ। এই বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো যখন সর্বশক্তি নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তখন একের পর এক দুঃসংবাদ পাচ্ছে আর্জেন্টিনা। দলটির তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো এখনও পুরো ফিট নন। বিশ্বকাপের আগে ফিট হতে পারবেন কিনা তা নিয়েও দুশ্চিন্তা না কাটতেই পিঠের মারাত্মক চোটে পড়েছেন আর্জেন্টিনার মধ্যমাঠের পরীক্ষিত সৈনিক লুকাস বিগলিয়া। শনিবার সিরিআতে বেনেভেন্তোর বিপক্ষে এ ভয়াবহ ইনজুরিতে পড়েন বিগলিয়া। দুর্ঘটনার দিনে ১-০ গোলে হেরে যায় বিগলিয়ার এসি মিলান।

ইনজুরির পরে এক বিবৃতিতে মিলান জানিয়েছে, তার মেরুদণ্ডের কমপক্ষে দুটি হাড় ভেঙে গেছে। পুরোপুরি সেরে উঠতে বেশ সময় লাগবে। তবে ঠিক কত দিন লাগবে তা পরে জানানো হবে।

রাশিয়া বিশ্বকাপ মাঠে গড়াতে এখন ৫১ দিন বাকি। এর আগে বিগলিয়ার পুরো ফিট হয়ে ওঠার সম্ভাবনা খুবই কম। আর্জেন্টিনার মূলত সমস্যা মধ্যমাঠ নিয়ে। ফলে বিগলিয়ার ইনজুরিতে বড় একটি ধাক্কায় খেল আর্জেন্টিনা। 

Post a Comment

Previous Post Next Post